ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, নয়াদিল্লি সবসময় বাংলাদেশের বিষয়ে নিবিড় নজর রাখছে, কারণ এটি ভারতের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
ভারতের পার্লামেন্টের চলমান বর্ষাকালীন অধিবেশনে জয়শঙ্করকে বিজেপির একজন সংসদ সদস্য প্রশ্ন করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামের একটি গোষ্ঠীর মাধ্যমে একটি বিতর্কিত মানচিত্র প্রদর্শনের ঘটনা নিয়ে। মানচিত্রটিতে ভারতের কয়েকটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়।
প্রতিবেদনে দাবি করা হয়, এ উদ্যোগের পেছনে তুরস্কভিত্তিক একটি এনজিও 'তার্কিশ ইউথ ফেডারেশন' এর প্রভাব থাকতে পারে।
উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালের বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগীয় বাংলার মানচিত্র দেখানো হয়, যা শুধুমাত্র ইতিহাসভিত্তিক। আয়োজকরা স্পষ্টভাবে জানিয়েছেন, এ প্রদর্শনীতে কোনো আন্তর্জাতিক সংগঠনের সংশ্লিষ্টতা ছিল না।
বাংলাদেশ সরকার আরও নিশ্চিত করেছে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে দেশে কোনো সংগঠন বা গোষ্ঠী কার্যকর নেই।
জয়শঙ্কর আরও বলেন, ভারতের নিরাপত্তার স্বার্থে আমরা বাংলাদেশ সংক্রান্ত যেকোনো বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নজর রাখছি এবং এ বিষয়ে সবসময় প্রস্তুত রয়েছি।