হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাই (Jimmy Lai)-কে বিদেশি শক্তির সাথে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহমূলক প্রকাশনার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আজ, সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) হংকংয়ের হাইকোর্ট এই রায় দেন।

বিচারক ইস্থার টো (Esther Toh) তার রায়ে উল্লেখ করেন যে, জিমি লাই হংকং এবং চীনের বিরুদ্ধে বিদেশী সরকারগুলোকে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রভাবিত করার উদ্দেশ্যে তার এখন-বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র "অ্যাপল ডেইলি" (Apple Daily)-কে ব্যবহার করেছিলেন।

জিমি লাই-এর বিরুদ্ধে বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহী উপাদান প্রকাশের ষড়যন্ত্র, এই দুটি অভিযোগ আনা হয়েছিল।

বেইজিং কর্তৃক আরোপিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের (NSL) অধীনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং আগামী বছরের শুরুর দিকে তার সাজার পরিমাণ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

ব্রিটেন এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে এবং জিমি লাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হংকংয়ের বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ না করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছে।

জিমি লাই ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে কারাগারে রয়েছেন। তিনি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।