গাজা উপত্যকায় টানা প্রায় ২১ মাস ধরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চললেও এবার দখলকৃত পশ্চিম তীরকেও স্থায়ীভাবে দখলে নেওয়ার পদক্ষেপ শুরু করেছে ইসরায়েল। চলতি জুলাই মাসের মধ্যেই পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা।

গত বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের মন্ত্রিসভার এক যৌথ আবেদনে বলা হয়, "জুদিয়া ও সামারিয়া অঞ্চলে অবিলম্বে ইসরায়েলি সার্বভৌমত্ব ও আইন প্রয়োগ করা হোক।" জুদিয়া ও সামারিয়া বলতে অধিকৃত পশ্চিম তীরেরই একাংশকে বোঝানো হয়েছে।

এদিকে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার গাজায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল এ যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে এবং প্রাথমিক শর্তাবলি মানতে রাজি হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ওয়াশিংটনে যাবেন নেতানিয়াহু।

তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে পশ্চিম তীর সংযুক্তি বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারও এই আবেদনে স্বাক্ষর করেননি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

অন্যদিকে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় বৃহস্পতিবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ১১৮ জন। তাঁদের মধ্যে ১২ জন ছিলেন ত্রাণ সহায়তা প্রত্যাশী। আহত হয়েছেন আরও ৫৮১ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যামূলক অভিযান’ আখ্যা দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা, বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ জানায়, গাজার প্রায় ৮৫ শতাংশ এলাকা এখন ইসরায়েলি সেনা দখল বা উচ্ছেদের আওতায় রয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, সম্প্রতি খান ইউনিসের দুটি এলাকায় উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে, যেখানে ৮০ হাজারের মতো মানুষ বসবাস করেন। এর ফলে মানবিক সহায়তা কার্যক্রমে মারাত্মক বাধা সৃষ্টি হয়েছে এবং গুরুত্বপূর্ণ জলাধারগুলোয় প্রবেশও বন্ধ রয়েছে।

যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্যেও নেতানিয়াহু গাজা সীমান্তের শহর আশকেলনে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, “আমরা হামাসকে নিশ্চিহ্ন করব।”