ইরান ও ইসরাইলের মাঝে টানা পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরাইলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরাইলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের বিপ্লবী গার্ড এরআগে ইসরাইলে বড় হামলার হুমকি দিয়েছিল।
তবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে যে হামলা চালায় সেটি কত বড় সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, তেলআবিব, মধ্য ইসরাইল, আশোদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠে।
নাগরিকদের ইসরাইল ছাড়ার নির্দেশ চীনা দূতাবাসেরনাগরিকদের ইসরাইল ছাড়ার নির্দেশ চীনা দূতাবাসের
এদিকে হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি।
এর আগে ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে চলে যেতে বলেন। তার এমন বিবৃতি ও নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধমে শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ও দখলদার ইসরাইলের যুদ্ধে জড়িত হতে পারে।
তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য ইতোমধ্যে আটজন সিনেটর ভেটো দিয়েছেন।