যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন—“দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ শুরু করবেন না।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন অভিযান অনুমোদন করেছেন এবং ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক কার্টেলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করেছেন। এই প্রেক্ষাপটে মাদুরো শ্রমিক ইউনিয়নের এক বৈঠকে বলেন, “হ্যাঁ শান্তি, হ্যাঁ চিরকাল শান্তি—দয়া করে কোনো অযৌক্তিক বা পাগলাটে যুদ্ধ নয়।”
মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই স্টিলথ যুদ্ধবিমান ও নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে। তবে এখন পর্যন্ত মাদক কারবারে ভেনেজুয়েলার যুক্ত থাকার প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। এএফপির হিসাব অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন অভিযান ও সংঘর্ষে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে “শাসন পরিবর্তনের ষড়যন্ত্র” করার অভিযোগও তুলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছিলেন, তিনি সিআইএকে গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন এবং স্থলভাগে হামলার সম্ভাবনাও বিবেচনা করছেন। ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে মাদক চক্রের অভিযোগ তুললেও মাদুরো তা স্পষ্টভাবে অস্বীকার করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, “আমরা জানি সিআইএ এখানে সক্রিয়, সম্ভবত গোপন ইউনিট মোতায়েন করেছে। তবে তাদের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।”
উত্তেজনার জবাবে ভেনেজুয়েলা উপকূলে সামরিক মহড়া পরিচালনা করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিদেশি জলসীমায় অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন।