ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেং।

তিনি মার্কিন হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য।

সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেস মেং বলেন, ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যারা প্রাণ হারিয়েছেন ও যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, বিশেষ করে যেসব অভিভাবক সন্তান হারিয়েছেন এবং তরুণ শিক্ষার্থীরা বন্ধু ও সহপাঠী হারিয়েছে—তাদের সকলের প্রতি আমার গভীর সমবেদনা রইলো।

তিনি আরও বলেন, দুই সন্তানের মা হিসেবে আমি কেবল অনুমান করতে পারি, কী অসহনীয় কষ্টের মধ্য দিয়ে এসব পরিবার যাচ্ছে। আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে কংগ্রেসওম্যান মেং বলেন, এই দুঃখজনক সময়ে আমি বাংলাদেশি কমিউনিটির পাশে আছি। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সাহসী কর্মীদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের আত্মীয়স্বজন এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, তাদের সহায়তায় আমার কার্যালয় সবসময় প্রস্তুত।