থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত একটি ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে ৩২ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন। খবর বিবিসি’র

প্রতিবেদনে বলা হয়, ক্রেনটি পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং এর কয়েকটি বগি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বগিগুলোর একটিতে এসময় আগুন ধরে যায়।

ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে।

তবে থাইল্যান্ডের স্টেট রেলওয়ে এ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

কর্মকর্তারা জানান, সকাল ৯টার দিকে ট্রেনটিতে প্রায় ১৭১ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে এক বছরের একটি শিশু ও ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধ রয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত লাশগুলো উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া একটি বগিতে থাকা আরও কিছু যাত্রী নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নাখন রাতচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওং জানান, দ্রুতগতির রেললাইন নির্মাণের কাজ চলাকালে ক্রেনটি হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটিকে আঘাত করে। দুর্ঘটনার সময় লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।