গাজা যুদ্ধের পর প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে নতুন পদক্ষেপ নিয়েছে ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলো। গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসসহ অন্যান্য দল একমত হয়েছে যে, যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসনের দায়িত্ব একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়া হবে।
হামাসের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে জানানো হয়, ‘স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী কমিটি গাজা উপত্যকার প্রশাসন পরিচালনা করবে এবং জীবনযাত্রা ও মৌলিক সেবাগুলোর তদারকি করবে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দলগুলো ফিলিস্তিনি জনগণের চলমান সংকট মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে এবং যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। পাশাপাশি, সব রাজনৈতিক শক্তি ও সংগঠনকে আহ্বান জানানো হয়েছে জাতীয় কৌশল নির্ধারণে অংশ নিতে এবং ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে (পিএলও) পুনরুজ্জীবিত করতে।
উল্লেখযোগ্য যে, হামাস এখনো পিএলওর অংশ নয়, যা দীর্ঘদিন ধরে ফাতাহ দলের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার এএফপি সূত্র জানিয়েছে, কায়রোতে হামাস ও ফাতাহর প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রসমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, উভয় পক্ষই পরবর্তী সময়ে বৈঠক অব্যাহত রাখা এবং ইসরায়েলি সরকারের সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য জোরদারের বিষয়ে একমত হয়েছে।
হামাস-ফাতাহ আলোচনার বাইরে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ ইসলামিক জিহাদ, ডেমোক্র্যাটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন।