মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১২৩ জন বাংলাদেশিসহ মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদেরকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২ থেকে বহিষ্কার করা হয়।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (BCOA) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, অভিযানে আটক ব্যক্তিদের ‘নট টু ল্যান্ড’ (NTL) তালিকায় অন্তর্ভুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার টার্মিনাল-১ থেকে ১২৮ জন বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছেন। একইদিন টার্মিনাল-২ থেকে আটক হওয়া ৭০ জনের মধ্যে রয়েছেন ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামি।

মোহাম্মদ শুহাইলি আরও জানান, মালয়েশিয়াকে অবৈধ অভিবাসীদের ট্রানজিট হাবে পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করতেই দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।