ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শহর গাজা সিটিকে দখলে নেওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন দিয়েছে—যার মাধ্যমে ইসরায়েলি বাহিনীকে গাজা শহরের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুতি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও অ্যাক্সিওস-এর প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সূত্র জানায়, ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মন্ত্রিসভা নেতানিয়াহুর ‘হামাস পরাজয়’ পরিকল্পনাকে অনুমোদন করেছে। এর অংশ হিসেবে আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে বেসামরিক ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া হবে। এরপর হামাস যোদ্ধাদের ঘিরে রেখে সেখানে স্থল অভিযানে যাবে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলের প্রধানমন্ত্রী এর আগে ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা গাজা দখল করে রাখতে চাই না, তবে সেখানে একটি কার্যকর নিরাপত্তা বলয় তৈরি করতে চাই। তিনি স্পষ্ট করে বলেননি, গাজার ভবিষ্যৎ প্রশাসনিক দায়িত্ব কে নেবে।

গাজায় সামরিক অভিযানের পাশাপাশি বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তার পরিকল্পনাও অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। তবে এই সহায়তা কবে এবং কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গাজা দখলের প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি ইসরায়েলের নিজস্ব সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন মন্তব্য নেতানিয়াহুর পরিকল্পনায় একপ্রকার কূটনৈতিক সমর্থন হিসেবেই ধরা হচ্ছে।