ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে দেশটিতে চালানো মার্কিন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।
নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি সেনা সদস্যও রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে বড় ধরনের অভিযান চালায় যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিতে ১৫০টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়, যাতে হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে। এরপর সেই সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অবস্থানের দিকে আক্রমণ চালায়।
নিহতের সঠিক সংখ্যা বা পুরো অভিযানের বিস্তারিত জানতে যোগাযোগ করা হলেও হোয়াইট হাউস ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে কারাকাসে হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে মার্কিন বিমান বাহিনী। পরে তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের অনুমোদন দিয়েছিলেন।