যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসলামবিদ্বেষী হামলার শিকার হয়েছেন ৫৫ বছর বয়সী এক মুসলিম নারী। সাবওয়েতে ট্রেনে ওঠার সময় পরিচয় জানতে চাওয়ার পরই তাকে মারধর করা হয়।

স্থানীয় সময় বুধবার (১৮ জুন) ভোরে নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় ঘটে এ হামলার ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম WABC জানিয়েছে, হামলাকারীর নাম নাভেদ দুরানি (৩৪)।

ভুক্তভোগী নারী জানান, ট্রেনে ওঠার সময় দুরানি তার কাছে এসে জানতে চান, ‘তুমি কি মুসলিম?’ জবাবে তিনি ‘হ্যাঁ’ বলতেই দুরানি তার মুখ, মাথা ও ঘাড়ে একের পর এক ঘুষি ও লাথি মারতে শুরু করেন।

ঘটনার সময় ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়, ফলে পরবর্তী স্টেশনে পৌঁছানো পর্যন্ত তিনি ওই হামলার মধ্যে ছিলেন। ট্রেন থামার পর দুরানি পালিয়ে যান। এতে ওই নারীর নাক ভেঙে গেছে, মাথায় গুরুতর চোট এবং সারা শরীরে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD) জানায়, সন্দেহভাজন ব্যক্তি মুখ ঢেকে রেখেছিলেন। দুই নারী যাত্রী ও ট্রেন কন্ডাক্টরের সহায়তায় পুলিশ তার পরিচয় শনাক্ত করে। পরে তাকে ঘৃণামূলক অপরাধ ও শারীরিক আক্রমণের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

আক্রান্ত নারী বলেন, ‘এই ভয়ঙ্কর ঘটনা আমাকে প্রতিদিন তাড়িয়ে বেড়ায়। আগে কখনো এমন কিছু ঘটেনি।’

এদিকে ভুক্তভোগী নারীর জরুরি চিকিৎসা, খাবার ও বাসাভাড়ার খরচ মেটাতে ‘GoFundMe’ প্ল্যাটফর্মে সহায়তা তহবিল খোলা হয়েছে। উদ্যোক্তা জানান, হামলার পর থেকে ওই নারী কাজ করতে পারছেন না এবং পরিবার নিয়ে কঠিন অর্থসংকটে পড়েছেন।

এই ঘটনা নিউইয়র্কে বাড়তে থাকা ইসলামবিদ্বেষ ও ঘৃণাজনিত অপরাধের প্রেক্ষাপটে জনমনে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।