ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।
শুক্রবার (১৩ জুন) ভোররাতে তেহরানের একাধিক আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর পুরো রাজধানীজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। রাজধানীর প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় ও বিভ্রান্তি দেখা গেছে।
ইরানের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ফ্লাইট স্থগিত থাকবে। যাত্রীদের যথাযথ নির্দেশনা না পাওয়া পর্যন্ত ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।
হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এবং নিহত হয়েছেন দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও আইআরজিসির একজন শীর্ষ কমান্ডার। পুরো পরিস্থিতি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।