ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী—মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসি।
শুক্রবার (১৩ জুন) ভোররাতে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তু ছিল তেহরানের একাধিক আবাসিক ভবন। এতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে।
ইরানি বার্তা সংস্থা তাসনিম এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের তালিকায় রয়েছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামিও।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার দায় স্বীকার করে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকেই প্রধান লক্ষ্য করা হয়েছে। তাঁর ভাষায়, "আমাদের মিশন যতক্ষণ সম্পূর্ণ না হয়, এই অভিযান চলতেই থাকবে।"
ঘটনার পরপরই ইরান সরকার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভিযানে আমেরিকা অংশ নেয়নি, তবে ইরানকে সতর্ক করে বলেন, মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার চেষ্টা করা হলে এর জবাব দেওয়া হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু রাখার অঙ্গীকারের পরপরই এই হামলার ঘটনা ঘটে, যা আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।