সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে তুরস্ক। দেশটিকে বিভক্ত হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একইসঙ্গে ইসরায়েলকে আক্রমণ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে রক্তপাত ছড়ানো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ইসরায়েল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন এরদোয়ান। খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

এরদোয়ান বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক। গতকাল যেমন এর বিরুদ্ধে ছিলাম, আজ এবং ভবিষ্যতেও থাকব। আমরা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য ও বহুসাংস্কৃতিক পরিচয় রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

তুর্কি প্রেসিডেন্টের অভিযোগ, সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল।

তিনি বলেন, গত দুদিন ধরে রক্তপিপাসু ইসরায়েল নিজের দস্যুবৃত্তিকে সিরিয়ার ভেতরে টেনে নিচ্ছে।

এরদোয়ান আরও বলেন, ইসরায়েল একটি আইনবহির্ভূত, নীতিহীন, সীমালঙ্ঘনকারী ও লুণ্ঠনকারী সন্ত্রাসী রাষ্ট্র। যারা তাদের ওপর ভরসা করছে, তারা শিগগিরই বুঝতে পারবে তারা বড় ভুল করেছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয়, পুরো অঞ্চলের শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই স্থিতিশীলতা বিঘ্নিত হয়, তাহলে এর বোঝা গোটা অঞ্চলকেই বইতে হবে।

এরদোয়ান বলেন, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে।

তিনি জোর দিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে। তুরস্ক কারও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে না, বরং সবার সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রেখে শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।