ভারতকে ভালো বাণিজ্যিক অংশীদার নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, তারা আমাদের সঙ্গে ব্যবসা করলেও, আমরা তাদের সঙ্গে সমানভাবে ব্যবসা করতে পারি না।
ট্রাম্প জানান, বর্তমানে ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও শুল্ক বৃদ্ধি করা হতে পারে। অতিরিক্ত শুল্কের সঠিক হার তিনি প্রকাশ করেননি।
মঙ্গলবার (৫ আগস্ট) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভারত রাশিয়া থেকে তেল কিনছে, যা যুদ্ধের জন্য অর্থ জোগাচ্ছে। যদি তারা এটা চালিয়ে যায়, আমি খুশি হব না। তবুও আমি নয়াদিল্লির সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আশাবাদী।
এর আগে সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ভারত বিপুল পরিমাণ রাশিয়ান তেল কিনে তা লাভের জন্য খোলা বাজারে বিক্রি করছে। তাঁর মতে, রাশিয়া ইউক্রেনে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটালেও ভারত বিষয়টি উপেক্ষা করছে। এজন্য ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুল্ক বৃদ্ধির এ ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বারবার উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করছে, যা অন্যায্য ও অযৌক্তিক।
উল্লেখ্য, গত সপ্তাহেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। তবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও সামরিক সহযোগিতা অব্যাহত থাকলে নয়াদিল্লিকে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে।