ইসরাইলি সেনাবাহিনীতে গুরুতর জনবল সংকট তৈরি হয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তা ও শত শত সেনাসদস্যের আগাম অবসরের আবেদন এই সংকটকে তীব্রতর করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, বাধ্যতামূলক সেনা ড্রাফট এড়ানোর প্রবণতা, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির কারণে ইতিমধ্যেই চাপের মুখে থাকা ইসরাইলি বাহিনী নতুন এক পদত্যাগের ঢেউয়ের মুখোমুখি হয়েছে।

ইয়েদিয়োথ আহরনোথের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সামরিক বাহিনীর কর্মী প্রশাসন নেসেটের সংশ্লিষ্ট কমিটিকে জানিয়েছে—প্রায় ৬০০ ক্যারিয়ার সেনা সদস্য ও কর্মকর্তা আগাম ‘অবসর বা পদত্যাগ’ করতে ইচ্ছুক।

এদের অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন, যেসব পদে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের ব্যাপক সামরিক অভিযান শুরুর পর থেকে বাহিনী নতুন জনবল নিয়োগে হিমশিম খাচ্ছে। এক সামরিক কর্মকর্তা আইনপ্রণেতাদের জানান, “যুদ্ধ চলাকালে আমরা অনেকের অবসর স্থগিত রেখেছিলাম, কারণ তাদের বিকল্প কেউ ছিল না।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্তদের প্রায় ৮৫ শতাংশই লেফটেন্যান্ট কর্নেল বা এর নিচের পদমর্যাদার, যার ফলে মধ্যপর্যায়ের কমান্ড কাঠামো দুর্বল হয়ে পড়ছে—যা পর্যবেক্ষকদের মতে উদ্বেগজনক সংকেত।

ইসরাইলি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মী কর্মকর্তা বার ক্যালিফা জানান, অফিসারদের অতিরিক্ত পেনশন সুবিধা বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা সংকটকে আরও গভীর করেছে এবং বাহিনীর মনোবলে বড় ধরনের আঘাত হেনেছে।

তথ্য সূত্র: প্রেস টিভি