ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর ফলে মধ্য, দক্ষিণ ইসরায়েল এবং জেরুজালেম জুড়ে বাজতে শুরু করেছে সতর্কতামূলক সাইরেন। নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে সাধারণ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। লেবানন সীমান্তবর্তী এলাকাতেও সাইরেন বেজেছে বলে জানানো হয়।
জেরুজালেমে সাইরেন বাজতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনসভার সদস্যরা নিরাপত্তার খাতিরে দ্রুত আশ্রয় নেন। সেনাবাহিনীর আশঙ্কা, আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে এবং যেকোনো সময় নতুন করে সাইরেন বাজতে পারে মধ্য ইসরায়েলে।
এই পরিস্থিতিতে তীব্র উত্তেজনা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে ইসরায়েল-ইরান অঞ্চলে।