ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলছে বিক্ষোভের সময় কংগ্রেস দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধীদলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ।

সোমবার ( ১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, আটককালে রাহুল গান্ধী বলেন, এই সংগ্রাম রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার লড়াই। আমরা ‘এক মানুষ, এক ভোট’ নিশ্চিত করতে চাই।

তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনী কমিশনের ওপর প্রভাব বিস্তার করছে এবং শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।