ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু জাতীয় সংসদে আস্থা ভোটে পরাজিত হয়ে পদ হারালেন। সোমবার অনুষ্ঠিত ভোটে তার বিপক্ষে পড়ে ৩৬৪ ভোট, আর সমর্থনে ছিলেন মাত্র ১৯৪ জন সংসদ সদস্য। ভোট থেকে বিরত থাকেন আরও ২৫ জন এমপি।

জাতীয় ঋণ নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায়ের উদ্দেশ্যে বাইরু নিজেই আস্থা ভোটের প্রস্তাব আনেন। তবে তা উল্টো ফল বয়ে আনে। আস্থা ভোটে হেরে তাকে ও তার পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হচ্ছে। দায়িত্ব নেওয়ার মাত্র নয় মাস পরই তাকে বিদায় নিতে হলো।

ভোটের আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাইরু বলেন, “সরকারকে নামানোর ক্ষমতা সংসদের হাতে আছে। তবে বাস্তবতাকে মুছে ফেলা কারও পক্ষে সম্ভব নয়। খরচ যেমন বাড়ছে, তেমনি ঋণের বোঝাও দিন দিন অসহনীয় হয়ে উঠছে। ফ্রান্সের অস্তিত্ব এখন বড় ধরনের ঝুঁকিতে।”

বাইরুর বিদায়ের ফলে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর জন্যও তৈরি হয়েছে সংকট। মাত্র দুই বছরের মধ্যে এবার তাকে পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে।