মালয়েশিয়ার সেলাঙ্গরের সেরিকামবাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্ট এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৯৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
মঙ্গলবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার দিকে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (JIM)-এর নেতৃত্বে কুয়ালালামপুর সেলাঙ্গর ইউনিট, জেনারেল অপারেশনস ফোর্স (PGA), সুবাং জায়া সিটি কাউন্সিল (MBSJ), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (JPN) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের (APM) সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মোট ৭৪১ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত ভঙ্গ, ওভারস্টে, ভুয়া পরিচয়পত্র বহন ও বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ৩৫৭ জন পুরুষ, ১০৭ জন নারী এবং ৩২ শিশুকে আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন। এদের বেশিরভাগ সেলাঙ্গর পাইকারি বাজার, নির্মাণ খাত, ঘরোয়া সহকারী ও বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত ছিলেন।
জাফরি বলেন, “এই এলাকা অবৈধ অভিবাসীদের জন্য একটি ‘হটস্পট’ হিসেবে পরিচিত। ভবিষ্যতেও এখানে নিয়মিত অভিযান চালানো হবে।”
তিনি আরও জানান, অভিযানে ধৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬, ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এবং মানব পাচার ও অভিবাসন চোরাচালান প্রতিরোধ আইন ২০০৭ এর আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকারের পক্ষ থেকে দেশটির নাগরিক ও নিয়োগদাতাদের অবৈধ অভিবাসীদের গোপন আশ্রয় না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে এসব ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণকে অনুরোধ করা হয়েছে।
জাফরি আরও জানান, অবৈধ অভিবাসীদের জন্য চলমান 'রিটার্ন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম ২.০' কার্যক্রম ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। এ প্রক্রিয়ার আওতায় ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাস ফি দিয়ে অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।