এপি, রয়টার্স : ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে বিগত কয়েকদিনে ১৭ জনের বেশি মানুষকে হত্যার দাবি করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বিদ্রোহীরা এ কথা বলেছে। ব্রিটিশ বার্তাসংস্থা এ খবর জানিয়েছে।
পাপুয়ান বিদ্রোহীদের এক মুখপাত্র সেবি সামবম বলেছেন, গত ৬ এপ্রিল থেকে ১৭ জনের বেশি মানুষকে হত্যা করেছে তারা। কেবল বুধবারই পাঁচজনকে হত্যা করা হয়। তাদের দাবি, নিহতরা আসলে সেনা সদস্য ছিলেন, যারা স্বর্ণখনির শ্রমিকবেশে অভিযানে এসেছিলেন।
সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সেবি বলেছেন, ইন্দোনেশিয়া সরকারের সেনাবাহিনী যদি আমাদের ধাওয়া করতেই চায়, তাদের কাছে আমার অনুরোধ, দেকাই শহরে আসুন। আমরা এখানেই আছি।