ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে আবারও কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যার ঘটনা ঘটলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। এমন এক সময়ে তার এই বক্তব্য এলো, যখন গত প্রায় দুই সপ্তাহের মধ্যে ইরানজুড়ে সবচেয়ে বড় বিক্ষোভের খবর পাওয়া গেছে।
রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন— যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।
সাক্ষাৎকারে হিউইট উল্লেখ করেন, বিক্ষোভে ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। জবাবে ট্রাম্প বলেন, নিহতদের কিছু মৃত্যু পদদলিত হওয়ার কারণে ঘটতে পারে এবং সব মৃত্যুর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করা নাও যেতে পারে।
এর আগেও গত শুক্রবার একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজনই অপ্রাপ্তবয়স্ক।
হিউ হিউইটের অনুষ্ঠানে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিতে গিয়ে ট্রাম্প বলেন, তাদের স্বাধীনতার পক্ষে দৃঢ় থাকতে হবে।
তিনি বলেন, “আপনারা সাহসী মানুষ। আপনার দেশের সঙ্গে যা ঘটেছে, তা দুঃখজনক। একসময় ইরান ছিল একটি মহান দেশ।”
সূত্র: টাইমস অব ইসরায়েল