ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। বুধবার (২৫ জুন) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য নিশ্চিত করেছে।
মিজানের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তিরা ইরানে হত্যাকাণ্ড চালানোর জন্য অস্ত্র ও সরঞ্জাম পাচারের চেষ্টায় জড়িত ছিলেন। তাদের নাম—ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রাসুল আহমদ রাসুল।
বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ তিন ব্যক্তি জায়নবাদী শাসক (ইসরায়েল) সরকারের হয়ে কাজ করছিলেন এবং দেশের অভ্যন্তরে সহিংস কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে অভিযানে অংশ নেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, সাম্প্রতিক ১২ দিনের ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে আরও প্রায় ৭০০ জনকে আটক করেছে ইরান, যারা ইসরায়েলের হয়ে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।
তেহরান বারবারই দাবি করে আসছে, ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ধরনের অভিযানকে তারা জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে বিবেচনা করে।