রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান ও হাওয়াইসহ একাধিক উপকূলীয় এলাকায় এখনো আঘাত হানছে সুনামির ঢেউ।
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনলুলু শহরের মেয়র রিক ব্ল্যানজিয়ার্ডি জানিয়েছেন, পুরো শহরজুড়ে এখন সুনামি সতর্কতা বলবৎ রয়েছে। তিনি জানিয়েছেন, যারা নিচু এলাকায় রয়েছেন, তাদের দ্রুত নিরাপদ উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জানান, জাপান ও হাওয়াইয়ের মধ্যবর্তী মিডওয়ে অ্যাটল দ্বীপের ওপর দিয়ে প্রায় ছয় ফুট বা ১.৮ মিটার উচ্চতার ঢেউ অতিক্রম করেছে। তিনি সতর্ক করে বলেন, “এটি ছিল ঢেউয়ের একমাত্র অংশ, আরও বড় ঢেউ আসতে পারে।”
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, সুনামি হাওয়াই উপকূলে আঘাত হানতে শুরু করেছে। কেন্দ্রটির মতে, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় জরুরি পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এই সুনামি ঝুঁকি কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
এরই মধ্যে ওয়াহুর হালেইওয়া এলাকায় প্রায় ৪ ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকা থেকে যারা সরিয়ে নেওয়া হয়েছে, তাদের এখনো ফেরার অনুমতি দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হয়, ‘ইভাকুয়েশন জোনে’ কেউ যেন না ফেরেন।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রথম ঢেউ বড় না হলেও পরবর্তী তরঙ্গগুলো হতে পারে আরও ভয়াবহ।