ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আগে তাকে স্বীকৃতি দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

তিনি বলেন, ‘আমি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, তবে সেটি বাস্তবে না গঠিত হওয়া পর্যন্ত স্বীকৃতি দেওয়া উচিত নয়।’

ইতালির প্রভাবশালী দৈনিক লা রিপাবলিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি বলেন, “যদি এমন কিছুকে স্বীকৃতি দেওয়া হয় যা বাস্তবে এখনো গড়ে ওঠেনি, তাহলে সেটা কেবল কাগজে থাকবে—বাস্তবে কোনো সমাধান আসবে না।”

সম্প্রতি ফ্রান্স যখন জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনার মুখে পড়ে। গাজা যুদ্ধ চলাকালীন এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে দেশ দুটি।

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ফিলিস্তিন যদি নিজেও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে একটি নতুন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া বাস্তবসম্মত হবে।”

অন্যদিকে, জার্মান সরকারের একজন মুখপাত্র জানান, বার্লিন এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে না। তাদের মূল লক্ষ্য—দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে দীর্ঘদিনের সংঘাতের একটা বাস্তব অগ্রগতি নিশ্চিত করা।