যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একাধিক স্থানে বড় পরিসরের ইমিগ্রেশন অভিযান চালিয়েছে ফেডারেল এজেন্টরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ভেনচুরা কাউন্টির কামারিলো এলাকায় একটি কৃষি খামারে অভিযান চালানোর সময় বিক্ষোভকারীদের সঙ্গে ফেডারেল কর্মকর্তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

লাগুনা রোডের পাশে একটি খামারে চালানো হয় এ অভিযান। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র জানান, সেটি একটি অবৈধ মারিজুয়ানা উৎপাদন কেন্দ্র ছিল।

তিনি বলেন, আমাদের সাহসী কর্মকর্তারা আইন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। একটি মারিজুয়ানা স্থাপনায় ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে একজনকে আটক করা হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখোশধারী ফেডারেল কর্মকর্তারা একজনকে মাটিতে চেপে ধরছেন এবং ‘ক্রাউড কন্ট্রোল’ সরঞ্জাম, যেমন চোখে জ্বালাপোড়া করা গ্যাস ব্যবহার করছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম অভিযানের সমালোচনায় বলেন, এই ধরনের অমানবিক ইমিগ্রেশন পদক্ষেপের চরম মূল্য দিতে হচ্ছে পরিশ্রমী পরিবার ও কৃষি-শ্রমিকদের।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের কৌশল কেবল ভয়, আতঙ্ক আর বিশৃঙ্খলার জন্ম দিচ্ছে।

বৃহস্পতিবার আরেকটি বড় অভিযানের ঘটনা ঘটে ভেনচুরার উত্তরে অবস্থিত কার্পিন্টেরিয়া শহরে। শহর কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহে অন্তত দুটি অভিযান হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা জরুরি বৈঠক আহ্বান করেছে।

সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেসের ম্যাকআর্থার পার্ক এলাকায় বড় ধরনের একটি ইমিগ্রেশন অভিযান চালানো হয়। এতে অংশ নেয় ৯০ জন সশস্ত্র সেনা ও ১৭টি মিলিটারি হামভি।

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেন, এই অভিযান কেবল রাজনৈতিক ভয়ভীতি ছড়ানোর জন্য পরিচালিত হয়েছে। এটি যেন একটি সামরিক অভিযান।

এর আগে গ্রীষ্মের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Title 10 আইনের অধীনে ক্যালিফোর্নিয়ায় ৪,৭০০ সেনা মোতায়েন করেন, যা ফেডারেল স্থাপনা রক্ষায় সামরিক শক্তি ব্যবহারের সুযোগ দেয়।

একই সময়ে শহরজুড়ে ইমিগ্রেশনবিরোধী আন্দোলন জোরদার হয়—যেখানে কিছুটা সহিংসতা, আবার কিছু ক্ষেত্রে শান্তিপূর্ণ বিক্ষোভও হয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় গণ-প্রত্যাবাসন অভিযান বাস্তবায়নের এক অংশ, যার রাজনৈতিক এবং মানবিক প্রভাব পড়ছে ব্যাপকভাবে।