ভারতের রাজস্থানের বারমের জেলায় নৃশংস নির্যাতনের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। মাত্র আট বছরের এক দলিত শিশুকে পানির পাত্র স্পর্শ করার ‘অপরাধে’ গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে।
শিশুটির পরিবার জানায়, গত শুক্রবার স্থানীয় দুই ব্যক্তি, নর্নারান প্রজাপাত ও ডেমরাম প্রজাপাত— তাকে তাদের বাড়িতে বাথরুম ও আবর্জনা পরিষ্কার করতে বলে। কাজ শেষ করে শিশুটি নিজেকে ধোয়ার জন্য পানির পাত্রে হাত দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় নির্মম নির্যাতন।
শিশুটির মা পুরি দেবী বলেন, “তারা আমার ছেলেকে গাছের সাথে উল্টো করে বেঁধে পেটাতে থাকে।” তিনি আরও জানান, ছেলেকে বাঁচাতে গেলে অভিযুক্তরা তাকেও এবং তার শাশুড়িকেও আঘাত করে। এসময় পরিবারের এক আত্মীয় ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করলে নির্যাতন বন্ধ হয়।
ঘটনার পর ৩০ আগস্ট অভিযুক্ত তিনজন, নর্নারান প্রজাপাত, ডেমরাম প্রজাপাত এবং রুপারাম প্রজাপাতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির গুরুতর আঘাত, অবৈধ আটক, অপহরণ এবং এসসি/এসটি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি দুজনকেও আটক করেছে।