ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর প্রথমবারের মতো কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এক বিবৃতিতে তিনি বলেন, “জায়নিস্ট শত্রু বড় ভুল করেছে, তারা গুরুতর অপরাধ করেছে—এবং শাস্তি পেতেই হবে। তারা এখন শাস্তি পাচ্ছে, এবং এই শাস্তি অব্যাহত থাকবে।”

সোমবার (২৩ জুন) আলজাজিরার খবরে বলা হয়, খামেনির এই প্রতিক্রিয়া এসেছে ইরানের ফোরদো, নাতানজ এবং ইসফাহানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর।

বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হয়। পোস্টের সঙ্গে জ্বলন্ত ভবনের পটভূমিতে একটি আগুনে পোড়া খুলির ছবি শেয়ার করা হয়, যার ওপর ইসরায়েলের প্রতীক ‘ডেভিড তারকা’ আঁকা ছিল।

এর আগে গত ১৩ জুন ইসরায়েল সরাসরি ইরানের বিভিন্ন পরমাণু, সামরিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় নিহত হন ৪০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন।

জবাবে ইরানও ‘অপারেশন ট্রু প্রমিস III’ চালু করে। এর আওতায় ২০ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে।

পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে ২২ জুন রাতে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, “ফোরদো, নাতানজ ও ইসফাহানে অত্যন্ত সফল হামলা চালানো হয়েছে। আমাদের সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে ফিরে এসেছে।”

এই পরিস্থিতিকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি উত্তেজনার সূচনা হিসেবে দেখছেন।