বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফুল এম. খান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি মার্কিন বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে সর্বোচ্চ পদে থাকা সামরিক কর্মকর্তাদের একজন হিসেবে স্থান করে নিলেন।

মার্কিন প্রতিরক্ষা দফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সেনা কর্মকর্তাকে জেনারেল পদে উন্নীত করার জন্য মনোনীত করেছিলেন, শরীফুল খান ছিলেন তাদের মধ্যে অন্যতম। পরবর্তীতে ২০ আগস্ট তাঁর অভিষেক অনুষ্ঠানও সম্পন্ন হয়। এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক।

মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইট জানায়, ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম. খান বর্তমানে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক হওয়ার পর শরীফুল খান কমিশনড অফিসার হিসেবে সামরিক জীবনে প্রবেশ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি স্পেস অপারেশনস, স্পেস সিস্টেমস, স্যাটেলাইট অপারেশন ও উৎক্ষেপণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। এছাড়া স্কোয়াড্রন ও উইং পর্যায়ের কমান্ডিং পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তাঁর এ সাফল্যকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত সম্প্রদায়ের জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এটি প্রমাণ করে, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীতেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।