ইরানে অনুষ্ঠিত এক ম্যারাথনে নারীরা হিজাব ছাড়া অংশ নেওয়ায় আয়োজকদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) কিশ দ্বীপে হওয়া প্রতিযোগিতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই এ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ।
ম্যারাথনে প্রায় দুই হাজার নারী ও তিন হাজার পুরুষ আলাদা বিভাগে অংশ নেন। দৌড়ের সময় লাল টি-শার্ট পরা কয়েকজন নারীকে হিজাব ছাড়া দেখা যায়, যা দেশটির রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
অন্যদিকে সমাজের প্রগতিশীল অংশ এ দৃশ্যকে নারীদের ওপর আরোপিত দমনমূলক নীতির প্রতিবাদ হিসেবে দেখছে এবং অংশ নেওয়া নারীদের প্রতি প্রকাশ করেছে সমর্থন। তবে ক্ষমতাসীন কাঠামোর জন্য ঘটনাটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হওয়ায় দ্রুত বলপ্রয়োগে এগিয়ে আসে সরকার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, শুধু হিজাব আইনের লঙ্ঘনই নয়, বরং পুরো আয়োজনের ধরনই ছিল “অগ্রহণযোগ্য”। কিশের প্রসিকিউটর বলেন, দৌড়ের আয়োজন “সামাজিক শালীনতার লঙ্ঘন”—যদিও তিনি স্পষ্ট করে ব্যাখ্যা দেননি, কোন দিকটি শালীনতার বাইরে গেছে।
ইরানে হিজাব–বিষয়ক বিতর্ক এখনো রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মাঝে মাঝে কর্তৃপক্ষ কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিলেও নারীদের ব্যক্তিগত স্বাধীনতা চর্চায় দমন-পীড়ন অব্যাহত রয়েছে।