যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে, তাহলে এতে সবচেয়ে বেশি লাভবান ও খুশি হবে চীন ও রাশিয়া—এমন অভিমত জানিয়েছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আলাম সালেহ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটি চীন ও রাশিয়ার জন্য হবে বড় সুখবর। কারণ তারা দীর্ঘমেয়াদি এক জটিল যুদ্ধে আমেরিকাকে আবদ্ধ দেখতে চায়—যেখানে প্রতিপক্ষ হবে আফগান তালেবান বা সিরিয়ার মতো দুর্বল নয়, বরং তুলনামূলকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র।"
সালেহের মতে, এমন পরিস্থিতিতে চীন ও রাশিয়া সরাসরি যুদ্ধের অংশ না হলেও, ইরানকে টিকিয়ে রাখার মতো কৌশলগত সহায়তা দেবে। এতে যুক্তরাষ্ট্রের ওপর সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ দীর্ঘস্থায়ী হবে।
তিনি বলেন, "চীন চাইবে ইরানের তেল রপ্তানি এবং আঞ্চলিক বাণিজ্য যেন ব্যাহত না হয়। একইসঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ বাড়বে, যার সুবিধা তুলনামূলকভাবে পাবে তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো।"
বিশেষজ্ঞের মতে, এ ধরনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের পুনরায় মধ্যপ্রাচ্যে অতিমাত্রায় সম্পৃক্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকবে, যা তার বৈশ্বিক কৌশলগত অবস্থানকে দুর্বল করে তুলতে পারে।