সৈন্যদের ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতি
উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে ‘প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত’ থাকার নির্দেশ দেশটির নেতা কিম জং উন। দেশটির সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় এই নির্দেশ দিয়েছেন তিনি।দেশটির রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আর্টিলারি ইউনিটের সৈন্যরা সাগরের দিকে গোলাবর্ষণ করছেন। এ সময় কিম জং উনকে পর্যবেক্ষণ চৌকি থেকে দূরবীন দিয়ে সৈন্যদের এই প্রতিযোগিতা পর্যবেক্ষণ করতে দেখা যায়। সেসময় তার পাশে সামরিক বাহিনীর দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে বুধবারের এই মহড়ার সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি।কিমের এই বক্তব্য এমন সময় এলো, যখন পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১০ হাজারের বেশি সেনা, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার রকেট পাঠিয়েছে উত্তর কোরিয়া। এএফপি
আকাশেই প্লেনের যাত্রীদের মধ্যে হাতাহাতি
মাঝ আকাশে প্লেনে আগে কখনো যা ঘটেনি, আজকাল যেন তাই ঘটছে! বিভিন্ন কারণে তর্ক-বিতর্ক কম বেশি হয়েই থাকে বাস বা ট্রেনের যাত্রীদের মধ্যে। তবে মাঝ আকাশে প্লেনের মধ্যে ঝগড়া খুব একটা দেখা যায় না। এবার যেন তেমনই ব্যতিক্রম ঘটনা ঘটলো। প্লেনের মধ্যে ঝগড়া গড়িয়েছে একেবারে হাতাহাতি পর্যন্তই! ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের চেংডুগামী এয়ার এশিয়া এক্সের একটি ফ্লাইটে যাত্রীদের মধ্যে। তীব্র বাকবিত-া গড়ায় হাতাহাতিতে। গত ২১ জুলাই ঘটনাটি ঘটেছে।উচ্চস্বরে কথোপকথন করছিলেন দুই নারী যাত্রী কেবিনের আলো নিভিয়ে দেওয়ার পর। এতে বিরক্ত হন অন্য যাত্রীরা। বিশ্রামের চেষ্টা করছিলেন এমন এক পুরুষ যাত্রী তাদের অনুরোধ করেন, যেন তারা নিচুস্বরে কথা বলে। কিন্তু অনুরোধ মানতে অস্বীকৃতি জানালে ওই যাত্রী উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে শুরু হয় তর্ক। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নারী যাত্রীরা পাল্টা প্রতিক্রিয়া জানালে দ্রুত পরিস্থিতি রূপ নেয় হাতাহাতিতে। ডেইলি মেইল নিউইয়র্ক পোস্ট এবং গালফ নিউজ।
৩ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি অনিল আম্বানির
ভারতের শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও অর্থ-পাচারের অভিযোগ এনেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর জেরে গতকাল বৃহস্পতিবার অনিল আম্বানির দিল্লি, মুম্বাইসহ মোট ৩৫টি দফতরে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। অনিল আম্বানির বড় ভাই শিল্পপতি মুকেশ আম্বানি।অনিল আম্বানির সংস্থাগুলোর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই ৫০টির বেশি সংস্থা ও ২৫ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শীর্ষ কর্মকর্তাদের ঘুষ দিয়ে অনিল আম্বানির অধীনে থাকা কোম্পানিগুলোর নামে প্রায় তিন হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ইডি। এর আগে এসবিআই ২০২০ সালের নভেম্বরেও অনিল আম্বানি ও তার সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন্সকে ‘ফ্রড অ্যাকাউন্ট’ ঘোষণা করেছিল। ২০২১ সালের ৫ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে অভিযোগও করেছিল। এনডিটিভি ,দ্য ইকোনমিস্ট
ডলারের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছেন মার্কিন বিনিয়োগকারীরা। এতে তারা এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে, কপারে ৫০ শতাংশ কিংবা ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাতেও এখন তেমন প্রতিক্রিয়া হয় না। ব্যতিক্রম ঘটেছিল গত ১৬ জুলাই, যখন ট্রাম্প ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্তের ইঙ্গিত দিয়েছিলেন। তখন ট্রেজারি বন্ডের সুদহার বাড়ে এবং ডলারের দাম পড়ে যায়। পরে তিনি মত বদলান এবং বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পরদিনই মার্কিন শেয়ারবাজার সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। তবে বিনিয়োগকারীরা এই বিশৃঙ্খল পরিস্থিতিকে একেবারে উপেক্ষা করছেন না। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর থেকে ডলারের মূল্য ধনীদের দেশগুলোর মুদ্রার বিপরীতে প্রায় ১০ শতাংশ কমে গেছে, যা তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টের পূর্বাভাসের ঠিক বিপরীত। বেসেন্ট ধারণা করেছিলেন, আমদানি কমার কারণে ডলারের চাহিদা বাড়বে। হঠাৎ শুল্কারোপ, বাজেট ঘাটতি বৃদ্ধিÑ এসব কারণে মার্কিন সম্পদে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের সতর্কতা বেড়েছে। প্রশ্ন উঠছে: তারা কতটা সতর্ক? ট্রাম্পের ‘লিবারেশন ডে’র তিন মাস পর ডলার কি এখনো নিরাপদ মুদ্রা হিসেবে অবস্থান ধরে রাখতে পারছে? ইন্টারনেট।