যুক্তরাজ্যের এক নারী এক সকালে হঠাৎ পেটের ডান পাশে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন। সঙ্গে ছিল বমি ও জ্বর। বমির সঙ্গে রক্ত বের হলে তিনি ভয় পেয়ে ফোনে অ্যাম্বুলেন্স ডাকেন।
অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর জরুরি চিকিৎসাকর্মীরা ধারণা করেন, এটি সম্ভবত অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ। ওই নারী, মেগান ইশারউড, ৯ সেপ্টেম্বর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষার প্রস্তুতি চলছিল। কিন্তু চিকিৎসক আসার আগেই তাঁর বিছানা রক্তে ভেসে যায়।
মেগান জানান, ‘চারপাশে অন্তত ১৫ জন চিকিৎসক ছিল, সবাই চেষ্টা করছিল বুঝতে কী হচ্ছে।’ পরে চিকিৎসকেরা সিটি স্ক্যান ও আল্ট্রাসনোগ্রামের সিদ্ধান্ত নেন, তিনি অন্তঃসত্ত্বা কি না তা নিশ্চিত হওয়ার জন্য।
তবে পরীক্ষার আগেই পরিস্থিতি বদলে যায়-শিশুর দেহের অংশ বের হতে শুরু করে, আর তাঁকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে সেখানে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম হয়। শিশুটি নির্ধারিত সময়ের আগেই জন্ম নিলেও এখন সম্পূর্ণ সুস্থ।
নবজাতককে বুকে নিয়ে মেগান বলেন, “সে আমার জীবনের এক অলৌকিক উপহার। আমি বুঝতেই পারিনি আমার মধ্যে এমন এক বিস্ময় বেড়ে উঠছিল।”