ভারতের মহারাষ্ট্রের ভিওয়ানি এলাকায় স্ত্রীর নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী স্ত্রীকে হত্যার পর দেহ ১৭ টুকরো করে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে দেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে শহরের নানা জায়গা থেকে মানবদেহের অংশ উদ্ধার হচ্ছিল। কোথাও হাত, কোথাও পা আবার কোথাও ধড়ের অংশ পাওয়া যাচ্ছিল। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ‘সিরিয়াল কিলার’-এর গুজবও ছড়ায়।

গত ৩০ আগস্ট প্রথমবার একটি কসাইখানার পাশ থেকে এক নারীর কাটা মাথা উদ্ধার হয়। এরপরই সব থানাকে সতর্ক করা হয়। তদন্তে দেখা যায়, ভৈওয়াড়া থানায় এক নারী তার মেয়ের নিখোঁজ ডায়েরি করেছিলেন। সেই সূত্র ধরে ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

পরে নিহত নারীর স্বামীকে আটক করলে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন বলে দাবি করেছে তদন্তকারী কর্মকর্তারা। অভিযুক্তের নাম তহ্বা, আর নিহত নারী মুস্কান মহম্মদ।

পুলিশ জানায়, হত্যার পর মুস্কানের দেহ ১৭ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন তহ্বা। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।