ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনি বলেছেন, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মুখে ইরান নতি স্বীকার করবে না। শুক্রবার তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ফ্রান্স২৪।
ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে প্রথম বক্তব্যে সমর্থকদের উদ্দেশে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এক হাজারের বেশি ইরানির রক্ত লেগে আছে। তিনি বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে ইরানের সাম্রাজ্যবাদী শাসনের যেমন পতন ঘটেছিল, ‘অহংকারী’ ট্রাম্পের জন্য তেমন পরিণতি অপেক্ষা করছে।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা নতুন করে আন্দোলন শুরু করেন। এরপর এতে সব ধরনের মানুষ যুক্ত হন। যা গত ১২দিন ধরে টানা চলছে। এরমধ্যে বৃহস্পতিবার রাতে বিক্ষোভের মাত্র বেড়ে যায়। রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শুক্রবার (৯ জানুয়ারি) জানিয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর সেখানে এখন মোবাইল ফোন সেবাও বন্ধের পথে রয়েছে। অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।