মধ্যপ্রাচ্যে আরও এক দেশকে ইরানের মতো হামলার হুমকি দিল ইসরায়েল। এবার ইয়েমেনে হুতি গোষ্ঠীকে লক্ষ্য করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
মঙ্গলবার (১ জুলাই) এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তেহরানের মতোই এবার হুতিদের ওপর আঘাত আসবে।”
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, সেই হাত কেটে ফেলা হবে।” কাটজের এই হুঁশিয়ারির আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।
অন্যদিকে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এ হুমকির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গাজা যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রস্তাবিত শর্তগুলো ইসরায়েল গ্রহণ করেছে। তবে হামাস প্রস্তাবটি গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ট্রাম্প বলেন, “এই যুদ্ধবিরতির সময় আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যেন যুদ্ধের স্থায়ী সমাধান হয়। কাতার ও মিশরই এই প্রস্তাব চূড়ান্ত করবে। আশা করি হামাস এটি মেনে নেবে, না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হয়। এরপর থেকে গাজায় শুরু হয় ইসরায়েলের সামরিক অভিযান। এরই ধারাবাহিকতায় হুতি গোষ্ঠী ইসরায়েল ও পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি ভূখণ্ডেও তারা ক্ষেপণাস্ত্র ছুড়ছে, যদিও অধিকাংশই ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় ভেস্তে যাচ্ছে।