টানা ১৮ দিন পাল্টাপাল্টি গোলাগুলির পর অবশেষে শান্ত রাত পার করলো ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসি’র বাসিন্দারা। সোমবার (১১ মে) দিবাগত রাতে সীমান্ত এলাকায় সহিংসতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জম্মু-কাশ্মিরের সব জায়গাই ছিল শান্ত। বেশিরভাগ এলাকা থেকেই তুলে নেয়া হয়েছে ব্ল্যাকআউটের নির্দেশনা। এ সময় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও ওঠেনি। যদিও লাইন কব কন্ট্রোলে সতর্ক অবস্থায় ছিল দু’দেশের সেনারাই।

এর আগে, গত শনিবার স্থানীয় সময় বিকেল ৫টায় সব ধরনের অভিযান বন্ধ রাখতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তোলে।