রানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে চারজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেইরাম এলাকায় তাকে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে এই শাস্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগের গণমাধ্যম মিজান।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে এক নারীর বাড়িতে ডাকাতির সময় ওই ব্যক্তি ও তার স্ত্রী বাড়ির মালিক নারী ও তার তিন সন্তানকে হত্যা করেন। এ ঘটনায় আদালত চলতি বছরের ফেব্রুয়ারিতে দুজনের বিরুদ্ধেই মৃত্যুদণ্ডের রায় দেন। পরে এপ্রিল মাসে ইরানের সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে।

মিজান জানিয়েছে, স্বামীর ফাঁসি প্রকাশ্যে কার্যকর হলেও স্ত্রীকে কারাগারের ভেতরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তবে তার শাস্তি কার্যকরের তারিখ জানানো হয়নি।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরে চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে ভোরের দিকে জনসমক্ষে ফাঁসি কার্যকর করার প্রথা প্রচলিত। হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার মতো অপরাধে মৃত্যুদণ্ড দেওয়াকে স্বাভাবিক শাস্তি হিসেবে বিবেচনা করা হয় সেখানে।