ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) সব জাহাজ আটক করেছে ইসরাইল।
আন্তর্জাতিক জলসীমা থেকে বুধবার (৮ অক্টোবর) এসব জাহাজ থামিয়ে দেওয়া হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। ইসরাইল জানিয়েছে, আটক ব্যক্তিরা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন।
এফএফসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি বাহিনী বুধবার সকালে তিনটি ছোট নৌযানে হামলা চালায়। এর আগে ‘দ্য কনশেনস’ নামের জাহাজে হামলা করে দখল নেয় দখলদার বাহিনী। জাহাজটিতে সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মীসহ মোট ৯৩ জন ছিলেন। পরে সবাইকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে আসা একটি নতুন বহর আটক করা হয়েছে। জাহাজগুলোকে ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদে আছেন এবং দ্রুত নির্বাসিত করার প্রক্রিয়া চলছে।
গাজা উপত্যকায় দীর্ঘদিনের অবরোধ ভাঙার উদ্দেশ্যে ‘ফ্রিডম ফ্লোটিলা’ নামের নৌবহরটি প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে রওনা দেয়। মোট নয়টি জাহাজে ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী ছিল।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরাইলের এই পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক আইন ও মানবিক নীতির পরিপন্থী।