চলতি বছরের প্রথম ৬ মাসে পাকিস্তান ছেড়েছেন প্রায় ৩ লাখ ২৫ হাজার মানুষ। ক্রমবর্ধমান বেকারত্ব, অর্থনৈতিক অস্থিরতা এবং কম বেতনের কারণে এই দেশত্যাগের প্রবণতা বাড়ছে।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে উচ্চশিক্ষিত এবং তথ্যপ্রযুক্তি খাতের পেশাদারদের সংখ্যা সবচেয়ে বেশি।
এছাড়া, উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার ও নার্সও পাকিস্তান ছাড়ছেন, যা দেশটির স্বাস্থ্য খাতে মারাত্মক প্রভাব ফেলছে।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি নার্সরা উন্নত বেতনের আশায় বড় সংখ্যায় বিদেশে পাড়ি জমাচ্ছেন।
ভালো বেতন, নিরাপদ কাজের পরিবেশ এবং পেশাগত উন্নতির সুযোগের কারণে তারা দেশ ছাড়ছেন। এর ফলে পাকিস্তানের আগে থেকেই দুর্বল স্বাস্থ্যব্যবস্থা আরও ভেঙে পড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডাক্তার ও তথ্যপ্রযুক্তি পেশাদারদের মতো নার্সরাও উপসাগরীয় দেশ, যুক্তরাজ্য এবং কানাডার মতো উন্নত দেশগুলোতে ভালো বেতন এবং উন্নত কর্মপরিবেশের সুযোগের কারণে আকৃষ্ট হচ্ছেন। এর ফলস্বরূপ, পাকিস্তানি নার্সরা এসব দেশে চলে যাচ্ছেন।