যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চায়না লেক এলাকায় একটি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটিতে থাকা পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং তার আঘাত গুরুতর নয়। সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ও মার্কিন বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ট্রোনার কাছে একটি শুষ্ক হ্রদের বুকে বিমানটি বিধ্বস্ত হয়। ভূপাতিত বিমানটির আগুন নেভাতে এবং উদ্ধারকাজে চায়না লেকের জরুরি সেবাদানকারী কর্মীদের সহায়তা করছে তারা।

ফায়ার ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী, বিমানে শুধু পাইলটই ছিলেন। ঘটনাস্থলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত প্রাণঘাতী নয় এবং চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ‘আগুন থেকে আশপাশের গাছপালার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে তারা আরও জানায়, ‘কমিউনিটির জন্যও কোনো হুমকি নেই।’

মার্কিন বিমান বাহিনীর এয়ার ডেমোনস্ট্রেশন স্কোয়াড্রন ‘থান্ডারবার্ডস’ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে একটি এফ-১৬সি বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। সংস্থাটির মতে, নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘পাইলটের অবস্থা স্থিতিশীল এবং তার পরবর্তী চিকিৎসা চলছে।’ দুর্ঘটনাস্থলের নিয়ন্ত্রণ এখন নেভাল এয়ার উইপনস স্টেশন চায়না লেক এবং চায়না লেক ইমার্জেন্সি ম্যানেজমেন্ট গ্রহণ করেছে।