মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত স্থাপনা পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১ নভেম্বর) সকালেই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে আতঙ্ক দেখা দেয়।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক হাসান আস'আরী ওমর নিশ্চিত করেছেন যে, ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার ইঞ্জিন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনের ওপরের তলায় থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

দমকল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভবনের ক্ষয়ক্ষতির মাত্রা এবং অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।