২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রদের নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানিয়েছে ফ্রান্স।

ফরাসি সরকার আগস্টের সেই ঘটনাগুলোকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকায় ফ্রান্স দূতাবাস তাদের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আজকের দিনটি ২০২৪ সালের জুলাই-আগস্টের স্মরণীয় ও বেদনাবিধুর ঘটনাগুলোর প্রতি উৎসর্গ করা হয়েছে। ৫ আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ফ্রান্সের অবিচল সমর্থন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ফ্রান্সের এই বার্তাটি এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক আন্তর্জাতিক অংশীদার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।