পাকিস্তানে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০
পাকিস্তানে অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় প্রায় ৭০০ জনের প্রাণহানি ঘটেছে। ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও ২৬ জন নিহত হওয়ার পর মৃতের সংখ্য ৬৯৯ জনে দাঁড়িয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তেতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু নিউজ।সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়াতেই। সেখানে বন্যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে করে মানবিক বিপর্যয়ে পড়েছেন সাধারণ মানুষ। গত ২৬ জুন পাকিস্তানে প্রথম বর্ষার তা-ব শুরু হয়। গত কয়েকদিনে এ পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে যায়।আনাদোলু জানিয়েছে, সোমবার সোয়াবি, নোশেরা, মার্দান, পেশোয়ার অন্যান্য বিভাগে বৃষ্টিতে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।এরমধ্যে বুনের বিভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ২২২ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। বুনেরে আরও অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।বুনেরের বেশোনই গ্রাম গত শুক্রবার রাতে আকস্মিক বন্যার পানিতে পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। সেখানে উদ্ধারকারীরা এখনো জীবিত মানুষের খোঁজ চালাচ্ছেন।শত শত মানুষের প্রাণহানির পাশপাশি ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো । আনাদোলু নিউজ
ভারতের উপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার চীনের
যুক্তরাষ্ট্রের ঘোষিত ৫০% শুল্ক নিয়ে অস্থিরতার মধ্যেই ভারতের উপর থেকে এবার সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রফতানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো চীন। গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-এর সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।ওয়াং য়ি বর্তমানে দু'দিনের সফরে নয়াদিল্লিতে রয়েছেন। সোমবার দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনায় য়ি আশ্বস্ত করেছেন জয়শঙ্করকে। তিনি জানান, ভারতের আর্জি অনুযায়ী বেইজিং কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ শুরু করেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই তিনটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী জাহাজে উঠতে শুরু করছে।এর আগে, ভারত এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রবল আপত্তি জানিয়েছিল। বিশেষত সার রফতানিতে নিষেধাজ্ঞায় রবি শস্যের মৌসুমে ডাই-অ্যামোনিয়াম ফসফেটের সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। এমনকী সুড়ঙ্গ খোঁড়ার মেশিন আসা বন্ধ করে দেওয়াতেও ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে ব্যাপক প্রভাব পড়ে। বিশেষ করে যেসব বিদেশি কোম্পানি সুড়ঙ্গ খোঁড়ার মেশিন তৈরি করতে চীনা যন্ত্রাংশ ব্যবহার করে।আরেকটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী হল রেয়ার আর্থ মিনারেল। এর ফলে অটো ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে উৎপাদনের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছিল চীনা নিষেধাজ্ঞায়। সূত্র : দ্য ইকোনমিক টাইমস ও দ্য ওয়াল।
ইরানে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
চার ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করেছে ইরান কর্তৃপক্ষ।মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে ওই ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।দেশটির বিচার বিভাগের নিউজ পোর্টাল মিজান জানিয়েছে, “ফারস প্রদেশের বেইরামে এক পরিবারের চার সদস্যের নৃশংস হত্যায় জড়িত এক অপরাধীকে মঙ্গলবার জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে।”অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদ-। মৃত্যুদ- কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইরান।সাধারণত ভোরে ফাঁসি দিয়ে জনসমক্ষে অপরাধীর মৃত্যুদ- কার্যকর করে।মিজান জানায়, “অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় এক মা ও তিন সন্তানকে হত্যা করেছিল।”ইরানি গণমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতিকে মৃত্যুদ- দেওয়া হয়। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এই রায় নিশ্চিত করে। ইরান ইন্টারন্যাশনাল
স্পেনে রেকর্ড ভাঙা আগুনে পুড়েছে কয়েক লাখ হেক্টর জমি
স্পেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আগুনে এ বছর এখন পর্যন্ত পুড়ে গেছে প্রায় ৩ লাখ ৭৩ হাজার হেক্টর জমি। যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। মাত্র ২৪ ঘণ্টায় দেশটির পশ্চিমাঞ্চলে নতুন করে পুড়ে গেছে প্রায় ৩০ হাজার হেক্টর বনভূমি।সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামোরা ও লেয়ন প্রদেশ, গালিসিয়ার আওরেন্সে এবং এক্সট্রেমাদুরার কাসেরেস অঞ্চল। আগুনের কারণে হাজারো মানুষকে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। বন্ধ রয়েছে মাদ্রিদ থেকে গালিসিয়া পর্যন্ত প্রধান সড়ক ও রেল যোগাযোগ।প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার জামোরা ও কাসেরেসের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এদিকে, দীর্ঘ ১৬ দিনের তীব্র তাপপ্রবাহ শেষে তাপমাত্রা কিছুটা কমায় ও আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রতিবেশী পর্তুগালেও দাবানল পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে। এ বছর এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ১৬ হাজার হেক্টর জমি ভস্মীভূত হয়েছে। এছাড়া শুক্রবার গুয়ার্দা শহরের সাবেক মেয়র আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন।বর্তমানে প্রায় ২ হাজার দমকলকর্মী দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। যার অর্ধেকই মোতায়েন রয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরবানিল শহর এলাকায়। টিআরটি