গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করা সাবেক মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার সম্প্রতি তুলে ধরেছেন এক হৃদয়বিদারক ঘটনার বিবরণ—ফিলিস্তিনি এক শিশু, যাকে সবাই ‘গাজার ছোট্ট আমির’ নামে চিনত, নিহত হয় ইসরাইলি বাহিনীর গুলিতে।
ঘটনাটি ঘটে ২৮ মে। শিশু আমির ছিল রোদে পোড়া, ক্ষীণকায়, এবং খালি পায়ে হেঁটে প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিল একমুঠো খাবারের আশায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে তার ভাগ্যে জুটেছিল কিছু চাল আর ডাল, যা মাটিতে পড়ে ছিল।
সাবেক সেনা অ্যান্থনি বলেন, ছেলেটি খুব শ্রদ্ধার সঙ্গে তার কাছে এসে নিজের সামান্য জিনিসপত্র জমা দেয়, তার হাতে চুম্বন করে এবং ইংরেজিতে ধন্যবাদ জানায়। সে ছিল শান্ত, কৃতজ্ঞ, আর আশাবাদী।
কিছু সময় পর, যখন আমির অন্যদের সঙ্গে নিরাপদে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ইসরাইলি বাহিনী আচমকা হামলা চালায়। মুহূর্তের মধ্যেই আমিরের নিঃশ্বাস থেমে যায়।
অ্যান্থনি বলেন, “গাজার অন্যান্য দিনের মতোই ছিল সেদিনও। পার্থক্য শুধু এতটাই—মৃত্যু এসেছিল আরও দ্রুত।”
এই ঘটনা গাজার বাস্তবতাকে যেন আরও জোরালোভাবে প্রকাশ করে, যেখানে একমুঠো খাবারের জন্যও জীবন দিতে হয় অনেককে।
সূত্র: মিডল ইস্ট মনিটর