দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে চলা সাপ্তাহিক জনশুনানির সময় হঠাৎই একজন যুবক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা চালায়।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হামলার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাঁর চোট গুরুতর নয়।
সংবাদ অনুযায়ী, বুধবার সকালে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন যুবকটি ছদ্মবেশে এসে কাগজ দেখানোর অজুহাত দিয়ে আচমকাই চড় মারেন। মন্ত্রীর নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করে পুলিশকে হস্তান্তর করেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি মুখ্যমন্ত্রীর কাছে নিজের কিছু জানাতে গিয়েছিলেন, কিন্তু তখনই হামলার ঘটনা ঘটে।
পিটিআই জানিয়েছে, তাকে লক্ষ্য করে পাথর ছোঁড়া এবং চুল ধরে টানার অভিযোগ রয়েছে। বিজেপি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর মাথায় সামান্য চোট লেগেছে।
বিজেপির নেতা হরিশ খুরানা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তা তদন্ত করা হবে। দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানিয়েছেন, ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র থাকলে তা খতিয়ে দেখা হবে।
কংগ্রেসও হামলার নিন্দা জানিয়েছে এবং দিল্লিতে নারী নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলেছে। পুলিশ ইতোমধ্যেই জনশুনানিতে উপস্থিত সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। হামলাকারী একা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা কড়া করা হয়েছে।