ইসরাইলের গাজা দখলের পরিকল্পনা মোকাবিলায় জরুরি বৈঠক ডাকবে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। শনিবার (৯ আগস্ট) এ ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির সঙ্গে কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি ইসরাইলের পরিকল্পনাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেন, গাজা পুরোপুরি দখলের ইসরাইলের অভিপ্রায় তাদের সম্প্রসারণবাদী ও গণহত্যামূলক নীতির নতুন ধাপ। তুরস্ক ও মিশর এমন পরিকল্পনার বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেবে।
তুরস্কের মানবিক সহায়তার কথাও তুলে ধরেন ফিদান। তিনি জানান, এ পর্যন্ত আমরা গাজার ভাইদের জন্য প্রায় ১ লাখ ২ হাজার টন মানবিক সহায়তা পাঠিয়েছি। এই সহায়তা পৌঁছে দিতে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য মিশরকে ধন্যবাদ জানাই।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক হামলায় এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই অবরুদ্ধ উপত্যকায় ক্ষুধা ও অনাহারে বহু মানুষের মৃত্যু ঘটেছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়া গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে।
ফিলিস্তিন প্রশ্নে আঙ্কারার অবস্থান পুনর্ব্যক্ত করে ফিদান বলেন, ফিলিস্তিন ফিলিস্তিনিদের। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টা অবৈধ ও ব্যর্থ হওয়ারই কথা।
তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ শক্তিতে রক্ষা করব ইসরাইলের গণহত্যামূলক নীতির বিরুদ্ধে।