বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তানের কাবুল থেকে ভারতের নয়াদিল্লি চলে এসেছে মাত্র ১৩ বছরের এক আফগান কিশোর।
প্রায় দুই ঘণ্টার এই ভয়াবহ ঝুঁকিপূর্ণ যাত্রা শেষে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে কেএএম এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাবুল থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজ থামার পর ল্যান্ডিং গিয়ারের মধ্যে ওই কিশোরকে বসে থাকতে দেখা যায়। বিমানবন্দরের এক কর্মী তাকে দেখতে পেয়ে কর্তৃপক্ষের কাছে খবর দেন।
আফগানিস্তানের কুন্দুজ শহরের এই কিশোর কর্তৃপক্ষকে জানায়, সে কৌতূহলবশতই ল্যান্ডিং গিয়ারে উঠেছিল, কিন্তু বিমান চলতে শুরু করলে ভয়ে আর নামতে পারেনি।
এই ঘটনাটি বিমানবন্দর ও উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটিকে নিরাপদে পাওয়ার পর তাকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে কাবুলে পাঠিয়ে দেওয়া হয়েছে।