যুদ্ধবিরতির পর গাজা পরিচালনার দায়িত্ব একটি নিরপেক্ষ টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে সম্মত হয়েছে হামাস, ফাতাহসহ ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক সংগঠনগুলো।

শুক্রবার কায়রোতে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে হামাসের ওয়েবসাইটে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতি বলা হয়, বৈঠকে অংশগ্রহণকারী দলগুলো সিদ্ধান্ত নিয়েছে যে, গাজা উপত্যকার প্রশাসন স্বাধীন ও নিরপেক্ষ

টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির হাতে হস্তান্তর করা হবে।

আরব দেশগুলোর সহযোগিতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে গাজায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও মৌলিক সেবা পরিচালনা করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে ।

এছাড়াও যৌথ বিবৃতিতে জাতীয় লক্ষ্যকে সামনে রেখে সকল দলের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানানো হয়। দলগুলো ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও) পুনরুজ্জীবনের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে তার ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানিয়েছে।

এছাড়া হামাস ও ফাতাহ প্রতিনিধিদলের মধ্যে মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতেও বৈঠক চালিয়ে যাওয়ার এবং ইসরায়েলি সরকারের চ্যালেঞ্জ মোকাবিলায় ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে উভয় দল যুদ্ধ-পরবর্তী গাজা যৌথভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠনে সম্মত হয়েছিল। তবে ফাতাহর ভেতর থেকেই সেই চুক্তির সমালোচনা শোনা যায়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৬৮,২৮০ জন নিহত এবং ১,৭০,৩৭৫ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। অপরদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হন।

সূত্র: আরব নিউজ